Tuesday, April 10, 2012

ফাগুনের মোহনায়

[ ফাগুনের মোহনায়
ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায়
রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায় ](২)
ফাগুনের মোহনায়


[ ও মোর মন হারিয়ে যায় মোর মন হারিয়ে যায়
কন্যে রে তোর ভাবনা ঝিলমিলিয়ে যায় রে ঝিলমিলিয়ে যায় ](২)
কোন অচেনা দেশের তরে তোর সাথে এই তেপান্তরে
মোর মনের প্রজাপতি
নাচি নাচি ঘুরি ঘুরি উড়ি উড়ি উড়ে যায়
মন হারানোর ঠিকানায়

ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায়
রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়
ফাগুনের মোহনায়
[ প্রেম রাঙ্গা মোর কবিতা সুরের-ও অন্তরে
ঝিরঝিরি ঝরনাধারায় নতুন রং ঝরে ](২)
[ সবুজে  সবুজে হৃদয় কেমন করে ](২)


[ ও মোর দিন উড়িয়া যায় রে দিন উড়িয়া যায়
কন্যে রে তোর ভাবনা গুনগুনিয়ে যায় রে গুনগুনিয়ে যায়ে ](২)

[তোর স্বপনের ভ্রমরী মোর প্রেমের প্রহরী ](২)
হৃদয়ের বাগিচায় নাচি নাচি ঘুরি ঘুরি উড়ি উড়ি উড়ে যায়
মন হারানোর ঠিকানায়

[ ফাগুনের মোহনায়
ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায়
রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায় ](২)
[ ফাগুনের মোহনায় ] (২)

কি নামে ডেকে বলব তোমাকে

[ কি নামে ডেকে বলব তোমাকে
মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে ] (২)

আমি যে মাতাল হওয়ার-ই মতো হয়ে
যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে
কি করি ভেবে যে মরি বলবে কি লোকে
মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে
কি নামে ডেকে বলব তোমাকে
মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে

[ পালাতে পারিনি আমি যে দিশাহারা
দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা ] (২)

[ ধরা পড়ে গেছি আমি নিজের-ই কাছে
জানিনা তোমার মনেও কি এত প্রেম আছে ](২)
সত্যি যদি হয় বলুক যা বলছে নিন্দুকে

মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে
কি নামে ডেকে বলব তোমাকে
মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে